পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে ইংরাজি প্রশ্নপত্র। এতেই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি মাধ্যমিকের দ্বিতীয়দিনেও প্রশ্নফাঁসে ইতি টানতে ব্যর্থ মধ্যশিক্ষা পর্ষদ? 

তবে ভাইরাল প্রশ্নেই পরীক্ষা হচ্ছে কি না, বেলা ৩ টেয় পরীক্ষা শেষের পরই তা স্পষ্ট হবে। চলতি বছরের মাধ্যমিকে পরপর দু’দিনের প্রশ্নফাঁস ঘটনায় অস্বস্তিতে মধ্যশিক্ষা পর্ষদ। 

২০১৯-এর মাধ্যমিকে লাগাতার প্রশ্নফাঁসে বেকায়দা পরিস্থিতিতে পড়তে হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদকে। সেই কারণে চলতি বছরের মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছিল পর্ষদ। বিভিন্ন জেলার ৪২ টি ব্লকে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। 

কিন্তু তা সত্ত্বেও এবারও প্রথম ভাষা বাংলার পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি প্রশ্নপত্র। যার ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল পর্ষদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। পরীক্ষা শেষের পর দেখা গিয়েছিল যে ভাইরাল প্রশ্নটিই আসল। শুরু হয় তদন্ত। এরপর মালদহের একটি নম্বর থেকে প্রশ্ন ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তদন্তকারীরা। গ্রেপ্তার করা হয় ১ জনকে।

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222





*সংবাদটি সংবাদএকলব্য সম্পাদনা করেনি, এটি সরাসরি নিউজফিড থেকে সংগৃহীত