কোচবিহার 1 নং ব্লকের জিরানপুর অঞ্চলে ধুমপুর হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের জিরানপুর অঞ্চল তৃনমুল ছাত্র পরিষদের উদ্যোগে জলের বোতল,কলম ও শুকনো খাবার দিয়ে শুভ কামনা জানালেন জিরানপুর অঞ্চল ছাত্র সভাপতি কিংশুক দেব ।
উপস্থিত ছিলেন অঞ্চল যুব সভাপতি সুশান্ত বর্মন সহ ছাত্র সম্পাদক সেলিম রানা,মানান রায়, নিলয় দেব,সুদীপ্ত রায়,মফিজুল সরকার প্রমূখ নেতৃত্ব।
কিংশুক দেব জানিয়েছেন "ছাত্ররা যেন ভালো ভাবে পরীক্ষা গুলো দিতে এবং তাদের কোনো অসুবিধা না হয় তার জন্য প্রশাসনিক ভাবে সব রকম সহযোগিতা করা হয়েছে,আমরাও তাদের পাশে রয়েছি।"
যুব সভাপতি সুশান্ত বর্মন জানান "আজকের উদ্যোগের মধ্যে দিয়ে ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানানো হল এবং তারা যেন নির্ভীক ভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য আমরা সদা তৎপর।"
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
Social Plugin