মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জনসংযোগ এবং শান্তি ও সম্প্রীতির কর্মসূচি ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, দুই সপ্তাহ ধরে চলা প্রোগ্রামে ব্যাপক সাড়া  পড়েছে ডোমকুল শহরে। এ সভায় উপস্থিত ছিলেন ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট মাননীয় কামরুজ্জামান মণ্ডল মহাশয় এবং ডোমকল পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার চাকী ও দলনেতা আলম খান সহ সংখ্যালঘু মাইনরটি সেলের ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি জাহাঙ্গীর আলম ও সহ-সভাপতি আলী হোসেন সহ বিশিষ্ট কাউন্সিলরগণ আরো তৃণমূল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।অভিনব প্রচারে ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জনসংযোগ প্রচার  , শান্তি ও সম্প্রীতি কর্মসূচিতে নজির গড়লো।

দুই সপ্তাহ ধরে চলা কর্মসূচি, দিদির নির্দেশে ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সম্পূর্ণ হলো এবং জনসংযোগের বার্তা অভিনব প্রচার এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে একটাই বার্তা ছিল 'এনআরসিসি এ হচ্ছে না এবং হবে না এটাই ছিল মূল ইস্যু'  ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হিন্দু ভাইদের হাতে গীতা বই এবং রামাবলি এবং মুসলমান ভাইদের হাতে তসবি টুপি সুরমা আতর ইত্যাদি উপহার হিসেবে তুলে দেন সাধারণ মানুষকে সভাস্থলে কয়েক হাজার লোকের উপস্থিতি দেখা গিয়েছে এবং সাধারণ মানুষের উৎসাহ ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছে ডোমকল শহর ঐতিহাসিক সাক্ষী রইল ডোমকল বাসী সব ধর্মের লোক একই ছাতার তলায় এসে আলিঙ্গনে জড়িয়ে পড়ল ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অভিনব প্রচারে নজির গড়লো ডোমকলে