দিনহাটা ২ নং ব্লকে সামাজিক নিরীক্ষার জন শুনানি অনুষ্ঠিত হল আজ। দিনহাটা সমষ্টি উন্নয়ন দপ্তরে। 

জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন, 2005 সালে পশ্চিমবঙ্গ সহ দেশের অন্যান্য অংশে কার্যকর হয়। পরে এটি মহাত্মা গান্ধী জাতীয় পল্লী কর্মসংস্থান গ্যারান্টি আইন (এমজিএনআরইজিএ) নামকরণ করা হয়।

১ MG অনুচ্ছেদে এমজিএনআরইজি-তে এমজিএনআরইজিএস এর আওতায় নির্ধারিত সকল কাজের গ্রাম সাভা দ্বারা সামাজিক নিরীক্ষণ পরিচালনার বিধান রয়েছে।

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK

আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK

যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com

বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222

 


আজ এই উদ্দেশ্যে দিনহাটা ২ নং ব্লকে সামাজিক নিরীক্ষার জন শুনানি অনুষ্ঠিত হয় । এই শুনানির মূল তিনটি বিষয়-

১। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীন কর্ম নিশ্চয়তা প্রকল্প 
২। জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প 
৩। প্রধানমন্ত্রী গ্রামীন আবাস যোজনা 

এই বিষয়ে ভি আরপি রফিক মিয়াঁ আমাদের প্রতিনিধিকে কি বললেন শুনে নিন-