Pic source: weebly

কয়েকবছর ধরে আইনি জটিলতার কারণে থমকে আছে মাদ্রাসা বোর্ডের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া। আইনি জটিলতার জেরে বেশ কিছু মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমস‍্যায় ধুঁকছে। তা থেকে নিস্তার দিতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া আরম্ভের জন‍্য উদ‍্যোগী হয়েছে বোর্ড। 

রাজ্যে ডিরেক্টর অফ মাদ্রাসা এডুকেশনের অধীনে থাকা মাদ্রাসাগুলিকে আগামী ২৫শে ফেব্রুয়ারীর মধ‍্যে মাদ্রাসায় কতজন শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী পদ শূন্য রয়েছে, তা জানতে নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর।

ডিএমই সূত্রের খবর, সিনিয়র হাইমাদ্রাসা, জুনিয়র হাই, সিনিয়র মাদ্রাসা উচ্চ মাধ্যমিক রেককনাইজড গভর্নমেন্টে এডেড মাদ্রাসা গুলির প্রধানশিক্ষক এবং সুপারিন্টেনডেন্টদেরকে এই তথ্য জানাবেন। 

যদিও, গত ২৪শে অক্টোবর এরুপ নির্দেশিকা জারি করলেও অনেক মাদ্রাসা সঠিকভাবে তথ‍্য না দেওয়ায় নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে বোর্ড।

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK

আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK

যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com

বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222