Pic SRC news 18 Bangla




স্কুলের প্রধান শিক্ষক দিচ্ছেন অসৎ পথ অবলম্বন করার বাণী! যা শুনে হতবাক শিক্ষা দফতর ৷ নিজেই স্কুলের ছাত্রদের অভয় দিলেন টুকলি করার, আবার পরীক্ষায় বেশি নম্বর পেতে উত্তরপত্রের মধ্যে ১০০ টাকা দিয়ে দেওয়ার নিদানও দিলেন!
প্রবীণ মল নামের অভিযুক্ত ওই শিক্ষক লখনঔ থেকে ৩০০ কিমি দূরে উত্তরপ্রদেশের মাও জেলার একটি বেসরকারি স্কুলের ম্যানেজার ও প্রধান শিক্ষক ৷
গত মঙ্গলবার শুরু হয়েছে UPSEB (Uttar Pradesh Secondary Education Board)-এর পরীক্ষা ৷ তার আগে নিজের স্কুলের ছাত্রদের ‘কুশিক্ষা’ দিতে দেখা গেল খোদ প্রধান শিক্ষককে ৷ গোটা ঘটনাটি লুকিয়ে ভিডিও করে স্কুলেরই এক ছাত্র ৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দ্বারস্থ হয় ওই ছাত্র ৷ দাবি তোলে, অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে গ্রেফতার করার ৷