মিহির সরকার,বাসন্তিরহাট,২/০২/২০২০: শেষ হল উইন্টার কাপের প্রথম এডিশন। আজ ফাইনালে মুখোমুখি হয়, আলিপুর বিক্রম ইলেভেন এবং দিনহাটা প্লেয়ার্স এলেভেন। 

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আলিপুর, নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা ১৫৬ রান করে। তাদের হয়ে ভাল ব্যাট করেন অতনু (৫১), সুবীর সরকার (৩৬)! রান তাড়া করতে গিয়ে, ভাল শুরু  করে প্লেয়ার্স এলেভেনের অনিক ও রোহন, কিন্তু নিয়মিত উইকেট হারিয়ে তারা পিছিয়ে পড়েন। শেষের দিকে নয়ন হক (৮ বলে ৪০ রান) চেষ্টা করলেও, সফল হয়নি তারা। নির্ধারিত ১০ ওভারে সব উইকেট হারিয়ে তারা ৯৮ রান করে। 


ম্যাচের সেরা আলিপুরের অতনু।এছাড়াও, 

  •  ম্যান অব দ্য টুর্নামেন্ট - সুবীর সরকার (বিক্রম ইলেভেন আলিপুর)
  • বেস্ট ব্যাটসম্যান - সুবীর সরকার  (বিক্রম ইলেভেন আলিপুর)
  • বেস্ট বোলার - নয়ন হক (দিনহাটা প্লেয়ার্স ইলেভেন)

চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন, বিশিষ্ট সমাজসেবী  সুশান্ত বর্মন ।