গেরুয়া শিবিরকে উড়িয়ে দিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন অরবিন্দ কেজরিওয়াল।
এদিন একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সারা দিল্লীতে সিসিটিভি বসানো হবে। প্রতি সরকারী স্কুলেও বসানো হবে সিসিটিভি হবে। অভিভাবক- অভিভাবিকারা তাঁদের বাচ্চার পড়াশুনা, ক্লাসের পরিস্থিতি ঘরে বসে নিজেরাই লাইভ দেখতে পারবে।
তিনি আরও বললেন, রেশন কার্ড, আধার কার্ডসহ বহু কাজে ঘরে বসে করার সুবিধাও আনা হবে। একটি ফোন নম্বররের ব্যবস্থা করা হবে যার মাধ্যমে আপনি ঘরে বসেই যেকোনো কাজ নিজের ফাঁকা সময়ে করতে পারবেন। সমস্ত মেশিন পত্র নিয়ে ঘরে ঘরে পোঁছে যাবে লোক। কোনো লাইনে দাঁড়াতে হবে না কাউকে, কাউকে টাকাও দিতে হবে না। ঘরে বসেই প্রায় সমস্ত সরকারী কাজ করতে পারবে আম জনতা।
একই সঙ্গে তিনি বলেন, ‘আমি দিল্লী চালাই না। দিল্লি চালান শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অটোচালকরা।’
Social Plugin