![]() |
Pic source: zeebiz |
রাজ্যের প্রায় দু-হাজার সরকারী শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রীসভা। গতকাল নবান্নে উচ্চ পর্যায়ের এক বৈঠকে পুলিশ, স্বাস্থ্য ও শিক্ষাসহ বেশ কিছু দপ্তরে যেপদ গুলো ফাঁকা রয়েছে সেইসব পদে নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই আরম্ভ করা হবে।
টেলিফোন অপারেটর, ওয়্যারলেস অপারেটর পদে এক হাজারের কিছু বেশি পদে নিয়োগ করা হবে। এছাড়া, স্বাস্থ্যের বেশ কিছু বিভাগেও কয়েকশো পদ পূরণ করা হবে।
বহুদিন ধরেই এই পদগুলো ফাঁকা থাকায় কাজ চালাতে সমস্যার সৃষ্টি হচ্ছে তা দূর করতেই নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই আরম্ভের সিদ্ধান্ত নিয়ে মন্ত্রীসভা।
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK |
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK |
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com |
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222 |
Social Plugin