আজ ৬ই ফেব্রুয়ারী নিখিলবঙ্গ শিক্ষক সমিতি(এবিটিএ) প্রতিষ্ঠার একশত বৎসর পূর্ণ হলো । বিশ্বে মাধ্যমিক স্তরের আর কোন শিক্ষক সংগঠন এত প্রাচীন,এত বড় ও এত ঘটনা বহুল, শিক্ষক শিক্ষা কর্মী সংগঠন নেই বলে জানাযায় ।

রাজ্যজুড়ে পালিত হচ্ছে শতবর্ষ। আজ দিনহাটায় "দখলিকৃত এবিটিএ"র কার্যালয়ের সামনে সকাল ৮ টায় সংগঠনের পতাকা উত্তলন করা হয়। পতাকা উত্তলন করেন পশ্চিম আঞ্চলিক শাখার প্রাক্তন সভাপতি জগদীশ চন্দ্র বসাক। উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা কমিটির সম্পাদক শুভেন্দু দাস, সভাপতি পল্লব দেব সহ অন্যান্য নেতৃত্ব। 

সম্পাদক শুভেন্দু দাস জানিয়েছেন "বছরজুরে নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে শতবর্ষ উদযাপন করা হবে। আজ বিকালে হেমন্ত বসু কর্ণার থেকে একটি পদযাত্রা করা হবে।"

তথ্য ও ছবিঃ দেবাশিস দেব