পাচারের আগেই উদ্ধার হল বিরল প্রজাতির তক্ষক!

রবীন মজুমদার, দক্ষিণ24পরগনা: পাচারের আগেই উদ্ধার হল বিরল প্রজাতির তক্ষক।গোপন সূত্রে খবর পেয়ে হাতে নাতে ওই পাচারকারীকে গ্রেফতার করেছে কুলতলী থানার পুলিশ। কুলতলির দেউলবাড়ির হালদার পাড়ার ঘটনা। শনিবার রাতে কুলতলি থানার পুলিশ অভিযান চালিয়ে ওই তক্ষক সহ পাচারকারী সাইফুদ্দিন পিয়াদাকে গ্রেফতার করে। তক্ষকটি বিরল প্রজাতির এবং পূর্ণ বয়স্ক বলে জানায় পুলিশ।বন বিভাগের হাতে ওই তক্ষকটিকে তুলে দেওয়া হয়েছে। পাচারকারী সাইফুদ্দিনকে জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে, কোথায় ওই তক্ষকটিকে পাচার করার পরিকল্পনা ছিল। তবে পুলিশ নিশ্চিত জেলায় তক্ষক পাচারের একটি বড় চক্র সক্রিয়। তাদের খোঁজে অভিযান চালাবে পুলিশ।