প্রায় একমাস অতিক্রম হল, এখোনো এপ্রুভাল হলো না 'স্টেট এডেট কলেজ টিচার'(SACT)-দের। অথচ, 'স্টেট এডেট কলেজ টিচার'(SACT)রা কলেজে নিয়ম করে ক্লাস নিচ্ছে। কিন্তু এপ্রুভাল না পাওয়ায় চরম হতাশা নিয়ে রবিবার মিটিং করল কোচবিহারে। 


জেলার সাধারন সম্পাদক সাবেদুল হক জানান, 'সমস্ত SACTদের এপ্রুভাল যাতে তাড়াতাড়ি হয়,তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হবে দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে'। এদিন প্রায় প্রত্যেক কলেজের 'কলেজ টিচার'রা উপস্থিত ছিলেন এই মিটিং'এ। এপ্রুভাল না পাওয়ায় বেশ চিন্তিত তাঁরা। খুব দ্রুত এপ্রুভাল পাওয়ার আশায় প্রহর গুনেই চলছে। 

নিজেদের কর্মসংস্থানের জন্য মুখ্যমন্ত্রী'কে ধন্যবাদ জানানো হয় SACT'এর পক্ষ থেকে।