Latest News

6/recent/ticker-posts

Ad Code

শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমেই রাজ্য পুলিশে চাকরি, জেনে নিন আবেদনের খুঁটিনাটি





সাইবার ক্রাইম কনসালট্যান্ট হিসাবে উত্তরবঙ্গের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য পুলিশ। আপাতত চুক্তি ভিত্তিতেই আবেদনকারীদের নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা ইমেলে করে আবেদনপত্র পাঠাতে পারেন। ইমেল আইডিগুলি হল: igpnbr-slg@policewb.gov.in অথবা cybercrimenbr@gmail.com। http://www.wbpolice.gov.in এই ওয়েবসাইটে মিলবে আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য। আগামী ৬ মার্চের মধ্যে আবেদন করতে ভুলবেন না।


সাইবার ক্রাইম কনসালট্যান্ট (সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল)
শূন্যপদ: ৮টি
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন/ইনস্ট্রুমেনটেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কিংবা বিই/বিটেক/এমসিএ করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
অথবা
বিসিএ/বিএসসি-সহ একই পদে কাজের ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।



আবেদনের পদ্ধতি:
igpnbr-slg@policewb.gov.in অথবা cybercrimenbr@gmail.com এই ইমেল আইডির মাধ্যমে আবেদন করতে পারেন।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে প্রার্থী নিয়োগ।

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে বেতন পাবেন।

চাকরি সংক্রান্ত যেকোনও তথ্য পেতে http://www.wbpolice.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Ad Code