pic source: hindi shakhshi
১৮ই ফেব্রুয়ারী থেকে আরম্ভ হচ্ছে ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা মাধ‍্যমিক পরীক্ষা। 

মাধ্যমিক পরীক্ষার সময় তারস্বরে মাইকিং, উচ্চস্বরে গানবাজনা অন্যতম সমস্যার কারণ হয়ে দাঁড়ায় পরীক্ষার্থীদের জন্য। প্রস্তুতিও সমস্যায় পড়তে হয় তাদের। তাই কয়েক বছর ধরেই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা নিয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। 

এবছর পর্ষদর পাশাপাশি তৎপর কলকাতা পুলিশ । মাইকিং বা উচ্চস্বরে গান ইত্যাদির মতো যে কোনও সমস্যায় ফোন করা বা হোয়াটসঅ্যাপ করা যেতে পারে কলকাতা পুলিশের দেওয়া ৪টি নম্বরে। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা নিজের ফেসবুক পেজে নম্বরগুলি দিয়ে একটি পোস্ট করেছেন।

তাতে লিখছেন, ১০০ নম্বরে ফোন করার জন্য। তারস্বরে গান-বাজনা, মাইকিংসহ যে কোনও সমস্যায় পরীক্ষার্থীরা ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারে নিম্নলিখিত নম্বরে। নম্বরগুলি হল, ৯৪৩২৬১০৪৪৩, ৯৪৩২৬১০৪৪৬, ৯৮৭৪৯০৩৪৬৫, ৯৪৩২৬২৪৩৬৫। এছাড়াও ইতিমধ্যেই চালু হয়েছে পর্ষদের হেল্পলাইন নম্বরও। পরীক্ষার্থীদের শুভেচ্ছাও জানিয়েছেন অনুজ শর্মা।



এছাড়াও, কোচবিহার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শেষ মুহুর্তের প্রস্তুতি নিতে গিয়ে যদি কোনো অসুবিধার সম্মুখীন হয়, ডিজে, উচ্চস্বরে মাইক বাজানো ইত‍্যাদির কারণে প্রস্তুতি নিতে অসুবিধা হলে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। এরজন‍্য যোগাযোগ নম্বরও প্রকাশ করেছে কোচবিহার পুলিশ। ০৩৫৮২/ ২২৭৭৮১-২২৭৮০০-২২৭৬৪৮ নম্বরে যোগাযোগ করে যে কেউ অভিযোগ জানাতে পারবে।