"দাদার কীর্তি" থেকে "বাঁশি"। প্র‍য়াত অভিনেতা তাপস পাল। শোকাহত পরিচালক তুহিন সিনহা ও রাহুল।



শুরু হয়েছিল তাঁর অভিনয় জীবন বাংলা ছবি "দাদার কির্তী" দিয়ে। আর শেষ হল "বাঁশি" ছবি দিয়ে। পরিচালনায় তুহিন সিনহা ও রাহুল। বাংলা ছবির নক্ষত্র পতন। কয়েক মাস আগে "বাঁশি" ছবির শ্যুটিং শেষ করেন অভিনেতা তাপস পাল। অভিনেতার মৃত্যুর কথা শুনে শোকস্তব্ধ পরিচালক তুহিন সিনহা ও রাহুল। পরিচালক তুহিন সিনহা বলেন "বাঁশি" ছবি তাদের কাছে এক স্মৃতি হয়ে থাকবে।

অভিনেতা আজ ভোরে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৬১ বছর। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র দাদার কীর্তি, সাহেব, ভালোবাসা ভালোবাসা, অনুরাগের ছোঁয়া, অমর বন্ধন ইত্যাদি। তিনি হিন্দি সিনেমায়ও অভিনয় করেছেন। তাপস পাল ২০১৪ সালে কৃষ্ণনগর কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন।


পশ্চিমবঙ্গ সরকার ২০১২ সালে তাঁকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার প্রদান করে। এছাড়া তিনি ফিল্ম ফেয়ার ও কলাকার পুরস্কার পান। তাঁর প্রয়াণে অভিনয় ও রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি হল।