বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক সংগঠন SPTTA তাদের চার দফা দাবি নিয়ে কোচবিহার জেলা DI অফিসে স্মারকলিপি প্রদান করলেন । শিক্ষককের দীর্ঘদিন যাবত বিভিন্ন সরকারি স্কুলে স্বল্প বেতনে (১০০০-২০০০ টাকার বিনিময়ে) পাঠদান করেন । তাদের অভিযোগ, দিনে অন্তত তারা তিন থেকে চারটি ক্লাস নেন এবং বিভিন্ন ক্লাস ছাড়া বিদ্যালয়ের অন্যান্য কাজ যেমন মার্কসিট তৈরি ইত্যাদি কাজ তারা করে থাকেন । অন্যদের মতো তারা ১০.৩০ এ স্কুলে যান এবং বিকেল ৪.৩০ পর বাড়ি আসেন । তবুও তাদের দিকে নজর নেই সরকারের।
তাই আজ SPTTA কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে কোচবিহার জেলা DI অফিসে স্মারকলিপি প্রদান করে চার দফা দাবী তুলে ধরেন।
তাদের চার দফা দাবির মধ্যে হল ১) স্থায়ীকরণ ২) সাম্মানিক ভাতা প্রদান ৩) সংরক্ষণ ৪) অবসরকালীন সময়ে এককালীন ভাতা প্রদান ।
সারা পশ্চিবঙ্গে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় বারো হাজার আংশিক সময়ের শিক্ষক রয়েছে ।
Social Plugin