SER 19:
আজ কোচবিহারে সারাবাংলা NRC বিরোধী নাগরিক কমিটির ডাকে ১০-১৪ ফেব্রুয়ারি অবস্থান বিক্ষোভ শুরু হলো।
বেলা ১২টা থেকে রাজা রামমোহন রায় স্কোয়ারের সম্মুখে শতাধিক জনগণের অংশগ্রহণে বিক্ষোভ চলতে থাকে।
বিক্ষোভকারীরা স্লোগান,গান,আবৃত্তি ও বক্তৃতার মাধ্যমে NRC CAA NPR এর বিরোধিতা করে।পথ চলতি মানুষেরাও অবস্থান বিক্ষোভে সামিল হোন।
বক্তৃতা রাখেন হরেকান্ত রায়,প্রদীপ রায়, আইনজীবী দিলীপ বর্মন প্রমুখ।
Social Plugin