দেওয়ানহাট তৃণমুল ছাত্র পরিষদের পক্ষ থেকে দেওয়ানহাট স্কুলে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে জলের বোতল ও কলম তুলে দেয়া হল।
উপস্থিত ছিলেন অঞ্চল যুব সভাপতি বাপ্পাদিত্য চন্দ,ছাত্র নেতা হিমাদ্রি সরকার সহ বিজয় রায়, তপু বর্মন, হীরক বর্মন সাহেব মুস্তাফা,সাহানুর আলম , যুব সভাপতি জানান এই উদ্যোগের মাধ্যমে আমরা এটা বুঝিয়ে দিলাম যে তৃণমুল কংগ্রেস সব সময় ছাত্র ছাত্রীদের পাশে রয়েছে।
Social Plugin