Sangbad Ekalavy:ফের পাইপলাইনে বিস্ফোরণ ঘটল ডিব্রুগড় জেলায়।শেষ পাওয়া খবরের মতে, বুড়ি দিহিং নদীর মধ্যে দিয়ে যাওয়া একটি পাইপে বিস্ফোরণ ঘটেছে। ফলে ডিব্রুগড় জেলার নাহরকাটিয়ার দীঘলিবিল এলাকার চাচনি গ্রামের কাছেই নদীবক্ষে দাউদাউ করে জ্বলছে আগুন। স্থানীয়দের মতে বিস্ফোরণটি ঘটেছে শুক্রবার গভীর রাতে। বিগত তিনদিন ধরেই জ্বলছে আগুন। দমকল, অয়েল ইন্ডিয়া ও ডিব্রুগড় তেল শোধনাগারের কর্তৃপক্ষের কাছে খবর গেলেও কোনও পদক্ষেপ করা হয়নি। এক গ্রামবাসীর দাবি, নদীর মধ্যে দিয়ে যাওয়া পাইপটি পানীয় জল সরবরাহের জন্য ব্যবহার করা হয়। কোনওভাবে সেটিতে অয়েল ইন্ডিয়ার দুলিয়াজান প্লান্ট থেকে অপরিশোধিত তেল ঢুকে যায়। তারপরই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এদিকে, গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যে কোনও মুহূর্তে আগুন আরও ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊