আবিষ্কার হয়ে গেলো করোনা ভাইরাসের মহাঔষধ

সারাবিশ্ব যখন করোনা ভাইরাস আতঙ্কে ভুগছে তারই মধ্যে সুখবর জানাইলো থাইল্যান্ডের একদল চিকিৎসক। তাঁদের দাবী তারা এই ভাইরাসের ঔষধ বানিয়ে ফেলেছেন, যা একজন রোগীর উপরে প্রয়োগ করায় সে একদিনের মধ্যে সেরে উঠেছেন। থাইল্যান্ড এর রাজাবিথি হাসপাতালের চিকিৎসকদল ফ্লু ও HIV ভাইরাসের প্রতিষেধকের মিশ্রনে এই ঔষধ তৈরি করেছেন বলে দাবী করেছেন। ইতি মধ্যে WHO এর রিপোর্ট অনুযায়ী  সারা বিশ্বে 386জন এই ভাইরাসের আক্রমণে মারা গেছেন যার সিংহভাগ চীনের।

সংবাদটি সংবাদ একলব্য সম্পাদনা করেনি