জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 1,999 টাকা প্রিপেড প্ল্যানে অতিরিক্ত বৈধতা দিচ্ছিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। 15 ফেব্রুয়ারি পর্যন্ত এই অফারে 71 দিন অতিরিক্ত ভ্যালিডিটি পাওয়া যাচ্ছিল। এবার 29 ফেব্রুয়ারির পর্যন্ত এই অফার রিচার্জ করা যাবে। সম্প্রতি কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এই ঘোষণা করেছে BSNL।
রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি জানিয়েছে 1 মার্চ থেকে 31 মার্চের মধ্যে 1,999 টাকা রিচার্জে 60 দিন অতিরিক্ত ভ্যালিডিটি পাওয়া যাবে। আপাতত শুধুমাত্র কেরালা সার্কেলের গ্রাহকদের জন্য এই অফার নিয়ে এসেছে BSNL।
কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে 1,999 টাকা রিচার্জে 71 দিন ভ্যালিডিটির অফারের সীমা 15 ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে 29 ফেব্রুয়ারি করা হয়েছে। চলতি মাসে এই রিচার্জ করলে 436 দিন বৈধতা মিলবে।
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222


1 মার্চ থেকে 31 মার্চের মধ্যে BSNL প্রিপেড গ্রাহকরা 1,999 টাকা রিচার্জে 425 দিন ভ্যালিডিটি পাবেন।