তৃতীয় বর্ষ শীতকালীন বস্ত্র বিতরণ অনুষ্ঠান
রবীন মজুমদার, দক্ষিণ24পরগনা: দক্ষিণ 24 পরগনার ক্যানিং এক নম্বর ব্লকের বাঁশড়া অঞ্চলের পিয়ালী রেল স্টেশনে প্রায় একশো দুস্থ মানুষদের শীতবস্ত্র দানকরলো পিয়ালী রেল হকার্স ইউনিয়নের পক্ষ থেকে। এই দিন এই মঞ্চে উপস্থিত ছিলেন হকাস ইউনিয়নের সভাপতি কালাচাঁদ মন্ডল,বাঁশড়া অঞ্চল সভাপতি বিজন মন্ডল হকার্স ইউনিয়নের সদস্য যুধিষ্ঠির মন্ডল ও আরো অনেকে। এই দিন এই শীতবস্ত্র পেয়ে খুশি দুস্থ মানুষজন। তিন বছরে অতিক্রম করে এ বছরে তারা হকার্স ইউনিয়নের তরফ থেকে শীতবস্ত্র প্রদান এমন উদ্যোগে খুশি এলাকার মানুষজন এবং তাদের হাতে তুলে দিলেন খিচুড়ি ভোগ দরিদ্র অসহায় মানুষ গুলি তৃপ্তি করে খেয়ে আশীর্বাদ প্রদান করলেন। "মানুষের ঐক্যে মানুষের ভরসা মানুষ না থাকলে এমন কাজ করো যেত না তাই আমি প্রতিবছর মানুষ হয়ে কাজ করি বললেন ইউনিয়নের সভাপতি" কালাচাঁদ মন্ডল। এমন উদ্যোগে খুশি পিয়ালী জিআরপি পুলিশের তরফ থেকে তাদেরকে সাধুবাদ জানালেন। যখন NRC,ACC বিরুদ্ধে সম্প্রীতি নষ্ট হতে চলেছে। হিন্দু মুসলমানদের মধ্য বিচ্ছেদ চেষ্টা করছে। তার মধ্যে তৃণমূল হকার্স ইউনিয়নের নেতৃত্বে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের হাতে বস্ত্র তুলে দিলেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊