পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় সংগঠনের বিস্তার প্রাথমিক ভাবে শেষ করে আগামীকাল পয়লা মার্চ 2020 নদীয়ার ফুলিয়াতে রাজ্য সম্মেলনের মাধ্যমে আগামী দিনে তাদের জোরালো উপস্থিতি প্রমাণ করতে চাইছে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
রাজ্য কমিটি গঠন সহ বিভিন্ন সাব কমিটি গঠনের মাধ্যমে রাজ্যজুড়ে বিভিন্ন ইস্যুতে লড়াই আন্দোলন এর প্রস্তুতি নিচ্ছে এই সংগঠন।
CAS, পিজিটি স্কেল, অনার্স পোস্টের টিচারদের পিজি স্কেল, বকেয়া ডিএ,অযৌক্তিক STAFF PATTERN বন্ধ, লস্ট ইনক্রিমেন্ট ফিরে পাওয়ার , মিউচুয়াল ও জেনারেল ট্রান্সফারের , পিএইচডি, এমফিল, এম এড শিক্ষকদের একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, ই এল, এর মত আরো কিছু গুরুত্বপূর্ণ দাবিগুলি নিয়ে জোরালো আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে চলেছে এই অরাজনৈতিক সংগঠনটি।
আমাদের ফেসবুক পেজে জয়েন
হতে ক্লিক
করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত হতে
ক্লিক করুন- CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান
sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে কথা
বলুন- 96092 21222
|
CAS ও অনার্স পোস্ট বিষয়ে আইনগত পদক্ষেপও নিতে চলেছে সংগঠন ।এছাড়াও বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বিষয়েও সংগঠন পদক্ষেপ নেওয়ার জন্য আগামীকালের এই প্রথম রাজ্য সম্মেলনে সুদূর আলিপুরদুয়ার থেকে শুরু করে পশ্চিমবঙ্গের শেষ প্রান্ত কলকাতা পর্যন্ত প্রায় প্রত্যেক জেলার Govt. Aided, Govt. Sponsored ও মাদ্রাসা গুলির Hons ও PG শিক্ষক-শিক্ষকরা প্রতিনিধি এসে উপস্থিত হবেন বলে দাবি করছেন এই সংগঠনের রাজ্য নেতৃত্ব।
Social Plugin