Latest News

6/recent/ticker-posts

Ad Code

অমিত শাহকে কালো পতাকা দেখিয়ে স্বাগত জানাবে বাংলায়!


১লা মার্চ কলকাতার শহীদ মিনারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা। সিএএ-র সমর্থনে সভায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দিন তাঁকে কালো পতাকা দেখানোর পরিকল্পনা করেছে বাম ছাত্র-যুবরা। বাম নেতৃত্ব প্রশ্ন তুলছে, কীভাবে অমিত শাহের সভার অনুমতি দেওয়া হলো। মমতা-মোদী আঁতাঁতের অভিযোগ করেছেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। 

এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন,''কালো পতাকা দেখিয়ে দাঙ্গাবাজ অমিত শাহকে স্বাগত জানাব। ওনাকে কলকাতায় এলে ভয়ে থাকতে হবে। কলকাতার মাটিতে অমিত শাহের ধর্মের বীজ পুঁততে দেব না।'' 

সিপিএমের রাজ‍্য কমিটির সদস্য তথা ডিওয়াইএফ‌আই রাজ‍্যসম্পাদক সায়নদীপ মিত্রের কথায়,''২৮ ফেব্রুয়ারি দিল্লিতে শান্তির বার্তা নিয়ে কাজের দাবিতে যাচ্ছে পশ্চিমবঙ্গ ডিওয়াইএফ‌আই। দিল্লির আগুন নেভাতে যাচ্ছি আমরা। পুলিস আটকাতে পারবে না। নরেন্দ্র মোদীকে যেভাবে বাংলায় স্বাগত জানানো হয়েছিল, সেই ভাষাতেই অমিত শাহকে স্বাগত জানান হবে।'' 

এর আগে দু'দিনের সফরে রাজ্যে এসেছিলেন নরেন্দ্র মোদী। কালো পতাকা, প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন বাম ছাত্রযুবরা। তবে, এবার অমিত শাহের পালা। একই উপায়ে স্বাগত জানানো হবে তাঁকেও। প্রশ্ন উঠছে মমতা ব‍্যানার্জীর সরকার এনআরসি এর বিরোধী হলে অমিত শাহকে সভার অনুমতি দেওয়া হল কেন?

Ad Code