![]() |
ফাইল ছবি |
পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ সহ আরও তিনটি সংগঠনের যৌথ বৈঠক হয় আজ। সরকারপন্থী সংগঠনও উপস্থিত ছিল আজকের এই বৈঠকে।
বৈঠকের মূলদাবী পে স্কেল তা সরকারের কাছে তুলে ধরতে হবে। এইজন্য সবগুলো সংগঠন একত্রে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবে বলে জানা গেছে।
আমাদের ফেসবুক পেজে জয়েন
হতে ক্লিক
করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত হতে
ক্লিক করুন- CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান
sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে কথা
বলুন- 96092 21222
|
যদি সরকার তাদের দাবী মান্যতা না দেয় তবে সব সংগঠন একত্রে আন্দলনে নামবে বলে জানান পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের নেতা ভগীরথ ঘোষ।
আজকের বৈঠকে ভগীরথ বাবু জানিয়েছেন ৩১ মার্চের মধ্যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের সাথে আলাপ আলোচনায় সরকারপন্থী দলের সাথে একসাথে আলোচনায় বসবেন, কিন্তু ৩১ মার্চের মধ্যে যদি পে স্কেল দেওয়া না হয় তবে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ একাই আন্দলনের পথ বেঁছে নেবেন।
Social Plugin