অ্যামাজন অনলাইন শপিং বয়কটের ঘোষণা করলো হিন্দু জাগ্রতি সমিতি নামের একটি সংগঠন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে- অ্যামাজন এর ওয়েবসাইটে একাধিক প্রোডাক্ট বিক্রি হচ্ছে যেখানে হিন্দু দেবতা গণেশের প্রতিকৃতি ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে পা মোছার কার্পেট বা 'পা-পোশ' এমনকি টয়লেটেও। যা হিন্দু দেবতা গণেশের অপমান।
এরই প্রতিবাদে সমিতির পক্ষ থেকে অ্যামাজন কতৃপক্ষকে মেইল করা হয়েছে, এমনকি অ্যামাজন থেকে কেনাকাটা বয়কটেরও ডাক দেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে- অ্যামাজন এর ওয়েবসাইটে একাধিক প্রোডাক্ট বিক্রি হচ্ছে যেখানে হিন্দু দেবতা গণেশের প্রতিকৃতি ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে পা মোছার কার্পেট বা 'পা-পোশ' এমনকি টয়লেটেও। যা হিন্দু দেবতা গণেশের অপমান।
এরই প্রতিবাদে সমিতির পক্ষ থেকে অ্যামাজন কতৃপক্ষকে মেইল করা হয়েছে, এমনকি অ্যামাজন থেকে কেনাকাটা বয়কটেরও ডাক দেওয়া হয়েছে।
.@amazon We are sending this appeal to notify you regarding toilet seat covers & bathroom mats that disparage our revered Deities.— HinduJagrutiOrg (@HinduJagrutiOrg) January 11, 2020
We request you to remove these denigrating bathroom mats from your website failing which Hindus will have no choice but to #BoycottAmazon @amazonIN pic.twitter.com/c0GAE7qFk0
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊