বর্তমান কর্মব্যস্ততার যুগে ইন্টারনেট এখন মানুষের সবসময়ের সঙ্গী। তার ওপর চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দাপাদাপি। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp ইতিমধ্যেই সবার অগোচরে এক নতুন রেকর্ড গড়ে ফেলেছে। নতুন বছরের প্রাক্কালে গোটা দশকের সব রেকর্ড চুরমার হয়ে গেছে এই রেকর্ডে। বছরের শুরুতেই গোটা বিশ্বের গ্রাহকরা মোট দশ হাজার কোটি মেসেজ আদান প্রদান করেছেন।

    সম্প্রতি WhatsApp কর্তৃপক্ষ জানিয়েছে, 31 ডিসেম্বর 24 ঘণ্টার মধ্যে মোট দশ হাজার কোটির বেশি মেসেজ পাঠানো হয়েছে। এর আগে কখনও এত কম সময়ে WhatsApp-এ এত মেসেজ পাঠানো হয়নি। এটাই এক দিনে WhatsApp মেসেজের রেকর্ড। WhatsApp জানিয়েছে মোট দশ হাজার কোটি মেসেজের মধ্যে 1200 কোটি ছবি পাঠিয়েছেন গ্রাহকরা।

    গোটা বিশ্বে WhatsApp-এর এই বিপুল জনপ্রিয়তার সাথেই এক দিনে ভারতীয়দের এই বিশাল অংশগ্রহণ নজর কেড়েছে। WhatsApp জানিয়েছে নতুন বছরের প্রাক্কালে ভারত থেকে 2000 কোটি মেসেজ পাঠানো হয়েছে। যা গোটা বিশ্বের মোট মেসেজের পাঁচ ভাগের এক ভাগ।

   পরিসখ্যান বলছে ভারতে গত কয়েক বছরে বিশাল সাফল্য পেয়েছে WhatsApp। এখনও প্রতি মাসে ভারতে গ্রাহক সংখ্যা হু হু করে বাড়ছে।