গত সোমবার দুপুরে ঘোষণা করা হল টেলিদুনিয়ার সবচেয়ে পুরনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান বিএফজেএ-এর। সেই অনুষ্ঠানেই বেশ কয়েকটি নমিনেশন পায় সৃজিত মুখার্জি পরিচালিত শাহজাহান রিজেন্সি । এই সিনেমায় অভিনয়ের জন্য সেরা সহ-অভিনেত্রী হিসেবে নমিনেশন পেয়েছেন স্বস্তিকা মুখার্জি। কিন্তু নাম ঘোষণা হতেই অভিনেত্রী জানিয়ে দিলেন এই পুরস্কার তিনি গ্রহণ করবেন না।

স্বস্তিকাকে শুভেচ্ছা জানিয়ে এই বিষয়ে টুইটারে একটি পোস্ট করেন সৃজিত। তিনি লেখেন, WBFJA-তে শাহজাহান রিজেন্সি থেকে উঠে এসেছে সেরা সঙ্গীত পরিচালনা, সেরা গানের কথা, সেরা গায়ক, সেরা গায়িকা, সেরা সহ-অভিনেত্রীর নমিনেশন।

এরপরই রিটুইট করে স্বস্তিকার পোস্ট, 'ভাল ভাল! তা আমি কাকে সাপোর্ট করলাম?' অন্যদিকে ফেসবুকেও এদিন পোস্ট করে এই প্রসঙ্গে লেখেন প্রতিবাদী অভিনেত্রী। 

WBFJA কর্তৃপক্ষকে ট্যাগ করে তিনি লেখেন, আমি শুনেছি আপনারা আমাকে শাহজাহান রিজেন্সির জন্য সেরা সহ-অভিনেত্রী হিসেবে নমিনেশন দিয়েছেন। আমি এই ছবিতে কাউকেই সাপোর্ট করিনি। তাই আমি এই পুরস্কার গ্রহণ করব না। এই দেশে সবই এখন কৌতুক। আর আমি তা প্রকাশ্যে আনলাম। যা আপনাদের সংস্থার মানে লাগতে পারে। তাই আমাকে এই নমিনেশন থেকে বাদ দিন। আমিই এই পুরস্কার গ্রহণ করব না।