Latest News

6/recent/ticker-posts

Ad Code

CAA নিয়ে কি বললেন বিরাট কোহলি?

pic source: india today

নাগরিকত্ব আইন নিয়ে মত প্রকাশ করলেন না ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি । গুয়াহাটিতে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন সম্পর্কে ভালোভাবে না জেনে দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করব না। কোহলি বলেন, "এই ইশুতে আমি দায়িত্বজ্ঞানহীন হতে চাই না এবং উভয় পক্ষের উগ্র মতামত সম্পর্কে কিছু বলতে চাই না। আইন সম্পর্কে সব জেনে তবেই মন্তব্য করব। সব কিছু তথ্য জেনে তবেই মন্তব্য করা উচিত।"

আজ গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ । গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচ। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে অসমে ব্যাপক পরিমাণে অশান্তি চলছে। তার মধ্য়েই ম্যাচ খেলতে এসেছে কোহলিরা। 

সাংবাদিকরা যখন তাঁকে সিএএ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তখন কোহলি বলেন, "কারণ আপনি একটি কথা বলতে পারেন এবং তারপরে কেউ অন্য কথা বলতে পারেন, সুতরাং আমি এমন কোনও বিষয়ে জড়িত হতে চাই না যা সম্পর্কে আমার সম্পূর্ণ জ্ঞান নেই। সব না জেনে মন্তব্য করে দায়িত্বজ্ঞানহীন হতে চাই না।" কোহলি জানান, গুয়াহাটির সুরক্ষা ব্যবস্থা নিয়ে তিনি খুশি। তিনি বলেন. "গুয়াহাটি শহর পুরোপুরি নিরাপদ। আমরা রাস্তায় কোনও সমস্যা দেখিনি।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code