ভাটপাড়া পুরসভা ফের দখল করল তৃণমূল। হাইকোর্টের নির্দেশ অনুসারে আজ পুরসভার আস্থা ভোট হয়। ১৯-০ ভোটে জেতে তৃণমূল কংগ্রেস। বিজেপি কাউন্সিলররা এলেনই না ভোট দিতে। জেলাশাসকের তত্বাবধানে হয় ভোট।  পুর ভবন এলাকায় দুপুর থেকেই ১৪৪ ধারা জারি ছিল।