file pic

অবশেষে বিচার পেতে চলেছে নির্ভয়া। হ্যাঁ, নানা টালবাহানা থেকে শুরু করে নিত্য নতুন পুনর্বিবেচনার আবেদন টপকে সেই দিন ঠিক হল আগামী ২২ জানুয়ারি। ওই দিনই চার ধর্ষকের ফাঁসি হবে। মঙ্গলবার জানিয়ে দিল পাতিয়ালা হাউস কোর্ট। 

আগামী ২২ জানুয়ারি চার ধর্ষকের ফাঁসি হবে বলে জানিয়েছে আদালত। সকাল সাতটায় এদের ফাঁসি দেওয়া হবে। ২২ জানুয়ারি সকাল সাতটাতেই হবে ফাঁসি, দিনক্ষণও ঘোষণা হয়ে গেল। 

নির্ভয়ার মা-বাবার আবেদনের ভিত্তিতেই এদিন পাতিয়ালা হাউস কোর্ট রায় দিল। মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকার পর নির্ভয়ার মা জানিয়েছেন, “আইনের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস আবার ফিরবে। আমার মেয়েটা বিচার পাবে।”

এদিন পাতিয়ালা হাউস কোর্টের তরফে জানানো হয়েছে, আগামী ১৪ দিনের মধ্যে উচ্চতর আদালতে আইনি সাহায্য এরা নিতে পারবে। গত মাসেই অক্ষয় সিং-এর রিভিউ পিটিশন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। ২০১৭ সালের রায়ে কোনও ভুল ছিল না। নতুন করে ভাবনা-চিন্তা করার কিছু নেই। মৃত্যুদণ্ডের সাজাই বহাল রাখা হবে। দোষী অক্ষয় ঠাকুরের রিভিউ পিটিশনও খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত। অক্ষয় ঠাকুরের পর আর এক দোষী পবন গুপ্তাও আদালতে আবেদন জানিয়েছিল। পবনের আইনজীবী এপি সিং-এর কথায় ঘটনার সময় অর্থাৎ ২০১২ সালে নাবালক ছিল তাঁর মক্কেল। তাই সাজা যেন জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী হয়।