Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা মহিলা থানার উদ্যোগে SOCIAL AWARNESS PROGRAMME


SER-20 : দিনহাটা মহিলা থানার উদ্যোগে ও বড়শাকদল গার্লস এ. পি. বিদ্যালয়ের ব্যবস্থাপনায় আজকে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে " SOCIAL AWARNESS PROGRAMME " অনুষ্ঠিত হলো | 

উক্ত অনুষ্ঠানে সেক্সচুয়াল হ্যারাসমেন্ট , প্লাস্টিক বর্জন প্রভৃতি বিষয়ে সচেতনতার আলোচনা করা হয়| উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে ছিলেন মহিলা থানার A. S. I. দিপালী রায় সহ অন্য সহকর্মী বৃন্দ |

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেন্দ্র সরকার ছাড়াও সহ শিক্ষক সৌরদীপ বিষ্ণু, অমিত নাথ প্রমূখ | ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো |

প্রধান শিক্ষক বলেন , " এই ধরণের সচেতনতা শিবির থেকে ছাত্রছাত্রী বিশেষভাবে উপকৃত হবে "

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code