Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্যাডেল এ পা দিন, ফ্লেক্সি - স্ট্রং লাইফ বেছে নিন


স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা প্রচারের জন্য দিনহাটায় ২  ফেব্রুয়ারি সাইকেল দৌড় এর আয়োজন করেছে শ্যাম স্টিল।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে দিনহাটার পুটিমারি উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে এই সাইকেল রেস সকাল সাড়ে ৬ টায় শুরু হবে।

সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে ইতিমধ্যে প্রচার শুরু হয়েছে।  "প্যাডেল এ পা দিন, ফ্লেক্সি - স্ট্রং লাইফ বেছে নিন" এই স্লোগানেই চলছে জোরকদমে প্রচার।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code