Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফি বৃদ্ধির আন্দোলনকে থামাতে কলেজ কতৃপক্ষের নোটিশ- দাবী SFI ইউনিট, দিনহাটা কলেজ ইউনিটের




দিনহাটা কলেজে অতিরিক্ত ফি নেওয়ার জেরে বেশ কিছুদিন ধরেই অস্থির পরিস্থিতি চলছেই। বরাবরই দিনহাটা কলেজের SFI ইউনিট ফি বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে। SFI ইউনিটের দাবি দিনহাটা কলেজে অস্বাভাবিক সেমিস্টার ফি নেয়া হচ্ছে ও কলেজ কর্তৃপক্ষের মদতে অস্বাভাবিক পরিস্থিতি চলছে। পড়াশোনার পঠনপাঠন ব্যাহত হচ্ছে। তাই দিনহাটা কলেজ SFI ইউনিট এর পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয়ের কাছে কয়েকদফা দাবি নিয়ে ডেপুটেশন দিতে যায়। দাবি গুলি হলো কলেজের শান্তি শৃঙ্খলা বজায় রেখে অবিলম্বে সুস্থ পঠনপাঠনের পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং দিনহাটা কলেজের অস্বাভাবিক সেমিস্টার ফি কমাতে হবে। 

কিন্তু দিনহাটা কলেজের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।  সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দিনহাটা কলেজে কোনো ছাত্র সংগঠনের মিছিল, মিটিং, ও ছাত্র ছাত্রীদের দাবি নিয়ে ডেপুটেশন দেয়া যাবে না। 

দিনহাটা কলেজ SFI ইউনিটের পক্ষ থেকে এই নির্দেশিকার তীব্র ধিক্কার জানানো হয়। তাদের কথায় ফি বৃদ্ধির আন্দোলনকে থামাতেই এই নির্দেশিকা। ছাত্র ছাত্রীদের গনতান্ত্রিক অধিকার হরন করা হয়েছে বলেও দাবি। অবিলম্বে তাঁদের দাবি মেনে না নিলে বৃহত্তর আন্দোলন ডাক দেওয়ার হুমকি দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code