আজ বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ের ৩৫ তম বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের সূচনা করেন বুড়িরহাট ২নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত বর্মন।

অতিথী হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক ললিত মোহন বর্মন, প্রাক্তন করণিক নারায়ন চন্দ্র সরকার,  প্রাক্তন শিক্ষক পরেশ চন্দ্র রায়। 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ দেব জানান- " মোট ১৬ টি ইভেন্ট রয়েছে আজ। প্রতিবছরের মতন এবছরও খেলাধূলার গুরুত্বকে সামনে রেখে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান পালিত হচ্ছে।" 

ক্রীড়া শিক্ষিকা মন্দিরা চিসিম জানান -"ছেলেদের পাশাপাশি মেয়েদের অংশগ্রহন সমান ভাবে রয়েছে। আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রিরা বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও খেলাধুলায় বিশেষ সুনাম অর্জন করেছে রাজ্যস্তরে ।"