ভারতীয় অধিরাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার ৭০ বছর পর ত্রিপুরার শেষ রাজা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের জন্মদিনকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয় ত্রিপুরায়। ১৯ আগস্ট তাঁর জন্মদিনকে ছুটির দিন হিসেবে ঘোষণা করে রাজ্যের বিজেপি সরকার। শুক্রবার এই ঘোষণা করা হয়। ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসনিক দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যের শেষ রাজা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের বিপুল অবদানকে স্মরণে রেখে ত্রিপুরা সরকার ১৯ আগস্ট ছুটির দিন হিসেবে ঘোষণা করেছে।
ওই ঘোষণায় জানানো হয়েছে রাজা বিক্রম (১৯০৮-৪৭) রাজ্যের শাসনভার সামলেছিলেন ১৯২৩ সালের ১৭ মে থেকে ১৯৪৭ সাল পর্যন্ত। ত্রিপুরাকে ভারতের অন্তর্ভুক্ত করার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেন ১৯৪৭ সালের ২৮ এপ্রিল। তিনি আইনজীবী গিরিজাশঙ্কর গুহকে তাঁর রাজ্যের প্রতিনিধি হিসেবে গণ পরিষদে নিযুক্ত করেন।
ত্রিপুরার রাজ্য সরকারের অনুরোধে কেন্দ্রীয় সরকার গত বছর ত্রিপুরার আগরতলা বিমান বন্দরের নাম বদলে রাজা বিক্রমের নামে রাখার সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই বিমান বন্দর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর আগে ওই বিমান বন্দরের নাম ছিল সিঙ্গারবিল।
প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন " এখন রাজ্যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিনে ছুটি ঘোষণা হয়েছে। বাচ্চারা জানতে চায়, তিনি কে? তখন আমরা বলি যে, তিনি হচ্ছেন আধুনিক ত্রিপুরার রূপকার। আর আগে স্ট্যালিনের জন্মদিন পালন করা হতো। তিনি কে? ছিলেন চার লক্ষ মানুষের খুনি।"
এখন রাজ্যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিনে ছুটি ঘোষণা হয়েছে। বাচ্চারা জানতে চায়, তিনি কে? তখন আমরা বলি যে, তিনি হচ্ছেন আধুনিক ত্রিপুরার রূপকার। আর আগে স্ট্যালিনের জন্মদিন পালন করা হতো। তিনি কে? ছিলেন চার লক্ষ মানুষের খুনি। pic.twitter.com/NrytgPLwom— Biplab Kumar Deb (@BjpBiplab) January 20, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊