প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা মতোই কাজ শুরু হয়ে গিয়েছে 'এক দেশ এক রেশন কার্ড' প্রকল্পের। সারা দেশে ইতিমধ্যেই প্রায় ১৬ টি রাজ্যে এই প্রকল্প চালু হয়ে গিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন ১জুন থেকেই সারা দেশে চালু হয়ে যাবে এই প্রকল্প। তিনি জানিয়েছেন, 'একদেশ এক রেশন কার্ড' প্রকল্প শ্রমিক ছাড়াও সমস্ত গরিব মানুষের উপকার করবে। সারা দেশে ৮১ কোটি মানুষ এর মাধ্যমে উপকৃত হবেন। এর মাধ্যমে ২ টাকা কেজি দরে গম এবং ৩ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। এই সুবিধা একটি রেশন কার্ডের মাধ্যমেই সারা দেশে পাওয়া যাবে। যেসব শ্রমিক এক জায়গা থেকে অন্য জায়গায় কাজে যান, তাদের ক্ষেত্রে এই প্রকল্প বিশেষভাবে কার্যকরী হবে। যদিও এই সুবিধা পেতে গেলে রেশন কার্ডের সঙ্গে আগে থেকেই আধার লিঙ্ক থাকতে হবে।

উল্লেখ্য, ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, কর্নাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানা, ত্রিপুরা, গুজরাত এবং ঝাড়খণ্ড রাজ্যে এই প্রকল্প চালু হয়ে গিয়েছে।