Latest News

6/recent/ticker-posts

Ad Code

দক্ষিণ দিনাজপুর হত্যাকান্ডে হত্যাকারীদের কঠোর শাস্তির দাবীতে মৌন মিছিল দিনহাটায়


দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের উদয় অঞ্চলের অন্তর্গত পঞ্চগ্রামের মেয়ে প্রমীলা বর্মন যার বয়স মাত্র ১৭ তাকে ক্ষত বিক্ষত করে নির্মম ভাবে পুড়িয়ে হত্যা করা হয়। তার উপর পাশবিক অত্যাচারের পরে এই নির্মম হত্যালীলা চালানো হয় বলে সকলের অনুমান। 

24 ঘন্টা সময়ের পূর্বেই গতকালের ধর্ষণ করে খুনের ঘটনার মূল আসামিদের আজ  গ্রেপ্তার করলো দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার পুলিশ। শিলিগুড়ি বার্তা সূত্রে জানাগেছে ধৃত তিনজন হলেন -মাহাবুর মিয়া, পঙ্কজ বর্মন এবং গৌতম বর্মন।


আজ দিনহাটায় প্রমিলা বর্মনের হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতে মৌন মিছিল হয় দিনহাটার পঞ্চানন অনুগামী মঞ্চের । এই মিছিলে সামিল হয়েছিল বিশ্ব রাজবংশী মঞ্চও।

দিনহাটা পঞ্চানন অনুগামী মঞ্চের তরফ থেকে উপস্থিত ছিলেন রতন বর্মা , প্রদীপ বর্মন , জগদীশ চন্দ্র বর্মন ও আরও অনেকে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code