Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাঞ্চজন্য

পাঞ্চজন্য 
পিয়ালী হোড় 

তুমি কিচ্ছু জানো না, 
দার্ঢ্যতা আর একগুয়েমির জ্বলন্ত রসায়ন ছাড়া..... 
তুমি কানে ও শোনো না, 
মাধুর্যহীন কান্নার খোঁড়া পা কে নস্যাত্ করে 
শুধুই চিত্রপট
বাজা গাছের নিচে 
কুহু রব. 
তুমি ভাবতেও পারো না, 

ক্রন্দনরতা সন্তানের বুকের উপর 
চেপে বসে পঞ্চজন্য বাজাও

তুমি মাটির মত নরম, 
কালো নুনিয়ার রোয়া বপন করো 
নির্বিকার চিত্তে

খিদের ইঁদুর দৌড়ে 
অবিকশিত কুঁড়ি. 
নির্দয় চাদর মুড়ে শীতঘুম, 

অরণ্যের চরিত্রহীন গাছের চোখেও জল 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code