গত ২০ শে জানুয়ারি NRC বিরোধী নাগরিক মঞ্চের পক্ষ থেকে মেখলিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হল। প্রথমে একটি ভাষণপর্ব অনুষ্ঠিত হয়, যারসভাপতিত্ব করেন মলিন সিংহ সরকার। বক্তাদের মধ্যে ছিলেন হিতেন বর্মন, রঞ্জিত রায়, আয়েশানুল শাহীন হক, শাহীন আলী সরকার প্রমুখ। তাদের বক্তব্যে উঠে আসে সরকারের নাগরিক বিরোধী বিলের নানা দিক। এরপর প্রায় তিনশতাধিক মানুষের মিছিল শহর পরিক্রমা করে। সবার চোখেই যুগপৎ এই বিলের প্রতি আশঙ্কা ও প্রতিবাদ লক্ষ্য করার মতো বিষয় ছিলো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊