কাসেম সোলেইমানির মৃত্যুর বদলা নেওয়ার জন্য ইরাকের মার্কিন বেসে মিসাইল হানা ইরানের। দুটি মার্কিন বেসে প্রায় এক ডজন মিসাইল হানা হয়েছে। 

টুইটারে অল ইজ ওয়েল বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তবে ইরান স্টেট টিভির দাবি যে হানায় ৮০ জন মার্কিন সেনা মারা গিয়েছে। মার্কিন হেলিকপ্টার ও সামরিক সরঞ্জামেরও প্রভূত ক্ষতি হয়েছে বলে ইরানের সরকারি টিভি চ্যানেলের দাবি।

বুধবার ভারতীয় সময় ভোর ছ'টা নাগাদ প্রায় এক ডজন মিসাইল নিক্ষেপণ করে ইরান। ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, তা খতিয়ে দেখছে আমেরিকা। ইরানের ইসলামিক গার্ড কর্পস জানিয়েছে যে এই হানা সোলেইমানির মৃত্যুর বদলা নেওয়ার জন্য । 

একই সঙ্গে পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে ইরান। এই দ্বন্দ্ব আরও বাড়ুক সেটা তারা চায় না বলে জানিয়েছে ইরান। ইরানের শীর্ষ নেতা খেমেনেইয়ের অফিস থেকে বলা হয়েছে যে প্রত্যাঘাতের বিভিন্ন বিকল্প ছিল, তার মধ্যে সবচেয়ে দুর্বল বিকল্পটি এখনকার জন্য ব্যবহার করা হচ্ছে।