চলতি অর্থবছরে ত্রৈমাসিক জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ)-এ সুদের হার ঘোষণা করল রাজ্য অর্থ দপ্তর। রাজ্য সরকারের অধীনস্থ প্রভিডেন্ট ফান্ড-সহ এই ধরনের অন্যান্য আমানতে বার্ষিক সুদের হার ৭.৮ শতাংশ করা হল। 

সুদের হার কার্যকর হবে ১ জানুয়ারি, ২০২০ থেকে ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত৷ ত্রৈমাসিক ভিত্তিতে জিপিএফ-এ সুদের হার পরিবর্তন হয়। সেক্ষেত্রে গত বছর ঠিক এই সময়ে জিপিএফে সুদের হার ছিল ৮ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে জিপিএফের সুদ পান রাজ্য কর্মীরা৷ বেশ কয়েক মাস আগে সরকারি কর্মীরা ৮ শতাংশের বেশি সুদ পেতেন৷ পরে তা কমে যায়৷ এখন ফের সুদের হার কমছে৷

রাজ্য সরকারি কর্মীদের মূল বেতনের ৬ শতাংশ বাধ্যতামূলকভাবে জিপিএফে রাখতে হয়৷ বেতন থেকে টাকা কেটে এই তহবিলে জমা করা হয়৷ তবে সরকারি কর্মীরা চাইলে মূল বেতনের পুরোটাও জিপিএফ তহবিলে রাখতে পারেন৷ অন্য সঞ্চয় প্রকল্পের তুলনায় সুদের হার বেশি হওয়ার কারণে অধিকাংশ সরকারি কর্মী বাধ্যতামূলক ৬ শতাংশের বেশি জিপিএফ তহবিলে জমা দেন৷

বিজ্ঞপ্তি জারি করে অর্থ দপ্তরের যে ফান্ডগুলির আওতায় আনা হয়েছে,-
১. জেনারেল প্রভিডেন্ট ফান্ড (ওয়েস্টবেঙ্গল সার্ভিস)৷ 
২. কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (ওয়েস্টবেঙ্গল)৷ 
৩. পশ্চিমবঙ্গ সরকারের পোষিত বেসরকারি স্কুল এবং স্থানীয় কর্তৃপক্ষ (সিপিএফই) ধারা, ১৯৮৩৷ 
৪. রাজ্য সরকার অধীনস্থ কেন্দ্র সরকার পোষিত অন্যান্য প্রভিডেন্ট ফান্ড৷