২০২০ সালে সরস্বতী পুজোয় ৩০ ও ৩১ জানুয়ারি আগেই ছুটি ঘোষণা করেছিল রাজ্য ৷ এবার তার সঙ্গে জুড়ল আরও এক দিনের অতিরিক্ত ছুটি ৷
আগামী ২৯ তারিখ, বুধবার অতিরিক্ত সরকারি ছুটি হিসেবে ঘোষিত হয়েছে ৷ এর ফলে টানা পাঁচ দিনের সরকারি ছুটি উপভোগ করতে চলেছেন সরকারি কর্মীরা ৷
জানা গিয়েছে, পঞ্জিকা (গুপ্ত প্রেস) মতে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়ে যাচ্ছে ২৯ জানুয়ারি অর্থাৎ বুধবার সকাল থেকেই, তিথি শেষ হচ্ছে ৩০ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার ১০টা ৪৬ মিনিটে (বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী ১টা ২০মিনিট)। এদিকে নির্ঘণ্ট অনুযায়ী বুধবার দিন ছুটির উল্লেখ না থাকায় স্কুল ও দপ্তরে পুজো করা নিয়ে সমস্যা তৈরি হয়৷ ছুটি না মেলায় সমস্যা তৈরি হয় সমস্যা৷ নির্ঘণ্ট মেনে ২৯ জানুয়ারি পুজোর আয়োজন করাও উদ্যোগ নেওয়া হয়৷ পরে এই জটিলতা সমাধান করতে বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে৷
আগেই বৃহস্পতি ও শুক্র সরস্বতী পুজো উপলক্ষে ছুটির ঘোষণা করেছিল রাজ্য এবার বুধবার ছুটি ঘোষণা হওয়ায় ,টানা বুধবার থেকে রবিবার অব্দি বন্ধ থাকবে সরকারি অফিস ৷ এর ফলে সরকারি কর্মচারীরা টানা পাঁচ দিন (রবিবার সহ) ছুটি উপভোগ করতে পারবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊