অরবিন্দ শর্মাঃ  পশ্চিমবঙ্গ সরকারের যুব কল‍্যাণ ও ক্রীড়াবিভাগের উদ‍্যোগে এবং দিনহাটা পৌর ছাত্র -যুব উৎসব কমিটির পরিচালনায় দুই দিন ব‍্যপি আনুষ্ঠিত হচ্ছে ছাত্র -যুব উৎসব দিনহাটা মহারাজা নৃপেন্দ্র নারায়ন স্মৃতি সদনে।

আজ উৎসবের শুভ উদ্বোধন করেন বিধায়ক ও পৌরপ্রধান উদয়ন গুহ, উপ পৌরপ্রধান শুভময় চক্রবর্তী, ডেপুটি মেজিস্ট্রেট প্রলয় মন্ডল,ডাঃ উজ্জ্বল আচার্য প্রমুখ।

সম্পূর্ণ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দীপঙ্কর দত্ত ,অমিত রায় ও রিয়া সরকার। আগামী কালও অনুষ্ঠান চলবে।