কেন্দ্রীয় বাম শ্রমিক সংগঠনগুলির ডাকে বুধবার দেশজুড়ে পালিত হচ্ছে ভারত বনধ। এই বনধের জেরে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত ছিল উত্তপ্ত।
হৃদয়পুর স্টেশনে ট্রেনের তলা থেকে মিলেছে বোমা। হ্যালা বটতলাতে কৌটো বোমা উদ্ধার হয়েছে। সবমিলিয়ে বারাসতেই তিন জায়গা থেকে উদ্ধার হয়েছে বোমা।
আজ গঙ্গা সাগর থেকে ফিরছেন মুখ্যমন্ত্রী। যাদবপুর থেকে বারাসত, কাঁচরাপাড়া থেকে আগরপাড়া সবজায়াগায় জোর করে বনধ সফল করার জন্য বামেদের এই বাড়াবাড়ি দেখে দৃশ্যতই বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন- বনধের নামে গুন্ডাগিরি করছে সিপিএম।
তিনি বলেন, “ট্রেনের নিচে বোমা রেখে, বাইক পুড়িয়ে, বাস ভেঙে গুন্ডাগিরি। বনধের নামে গুন্ডাগিরি করতে দেওয়া হয়নি, হবেনা। আমি সিপিএমের মতো গুলিপন্থায় বিশ্বাস করি না। মারপিট পন্থায় বিশ্বাস করি না। শান্তিপূর্ণ আন্দোলন করুন। রাস্তায় নামুন। প্রতিবাদের অনেক ভাষা আছে। কোথাও গাড়ি জ্বালিয়েছে, কোথাও ট্রেনের নিচে বোমা রেখেছে। বাংলায় এসব বরদাস্ত করা হবে না। বছরে চারবার করে বন্ধ ডাকে সিপিএম। এই করতে করতে দলটা রাজ্যে সাইন বোর্ড হয়ে গিয়েছে। এর চেয়ে কেরলের সিপিএম অনেক ভাল। দেশের অর্থনীতির কথা ভাবতে হবে। বনধের কারণে একজন দোকানদারের যেমন ক্ষতি হয়। তেমনই কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এই বনধের ফলে কত ক্ষতি হচ্ছে।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊