সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তলনের সময় হাতাহাতিতে জড়ালেন ২ কংগ্রেস নেতা। ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দৌরের। পুলিশকর্মীরা গিয়ে পরিস্থিতি সামাল দেন।
এদিন ইন্দৌরে কংগ্রেস কার্যালয়ের সামনে ছিল সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান। সেখানে অন্যান্যদের সঙ্গে হাজির ছিলেন কংগ্রেস নেতা দেবেন্দ্র সিং যাদব ও চন্দু কুঞ্জির। তখনই বাদানুবাদ থেকে তাদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়।
পুলিশ কর্মীরা এক নেতাকে সরিয়ে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ কর্মীরা এক নেতাকে সরিয়ে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
#WATCH Madhya Pradesh: Two Congress leaders, Devendra Singh Yadav and Chandu Kunjir, entered into a brawl during the flag hoisting ceremony during #RepublicDay celebrations at the party office in Indore. They were later calmed down with the help of police intervention. pic.twitter.com/Q9NcEJ3Sw5— ANI (@ANI) January 26, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊