চিনের উহান শহরে ক্রমশই ছড়িয়ে পড়ছে রহস্য ভাইরাস করোনা। করোনাভাইরাসের বলি ইতিমধ্যেই ছয়। মধ্য চিনের উহান শহরকে কার্যত সিল করে দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে ইতিমধ্যেই এই ভাইরাসে অসুস্থ ৩১৯। লুনার নিউ ইয়ারের আগে এই রহস্য ভাইরাসের প্রভাবে চিন্তায় চিন সরকার। এছাড়াও থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও অস্ট্রেলিয়ায় এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের খোঁজ মিলেছে।
এখনও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি না করলেও উহানে পর্যটকদের যেতে মানা করছে স্থানীয় প্রশাসন। বিনামূল্যে টিকিট বাতিল করার বিকল্প দেওয়া হচ্ছে। তবে এই রোগ যখন গত মাসের মাঝামাঝি প্রথম শনাক্ত করা হয়েছিল, এতদিন কেন নিস্ক্রিয় ছিল উহান প্রশাসন, সেই প্রশ্ন তুলছে চৈনিক মিডিয়া।
এই ভাইরাস একজন মানুষ থেকে অন্যজনের কাছে ছড়িয়ে যায় বলে জানিয়েছেন চিকিত্সকরা। ইতিমধ্যেই ১৪ জন মেডিক্যাল স্টাফ এই ভাইরাসের শিকার হয়েছেন। এর থেকেই আশঙ্কা সৃষ্টি হয়েছে এই ভাইরাসের শক্তির বিষয়। উহানে প্রায় ৬০০-৭০০ ভারতীয় পড়ুয়া মেডিক্যাল ইন্টারনশিপ করছেন। তাদের মধ্যে অধিকাংশই দেশ ছেড়েছেন। বাকিরা দ্রুত করোনা ভাইরাসের আতঙ্কে উহান ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পরিকল্পনা করেছেন।
কলকাতা, দিল্লিতেও এই ভাইরাস নিয়ে সতর্কতা জারি করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে ৷ কলকাতা এয়ারপোর্ট অথরিটি ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছেন।
কলকাতা, দিল্লিতেও এই ভাইরাস নিয়ে সতর্কতা জারি করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে ৷ কলকাতা এয়ারপোর্ট অথরিটি ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছেন।
#BreakingNews UPDATE: The first case of #coronavirus has been confirmed in the United States. The man in his 30s from Seattle area with a history of travel to Wuhan, was rushed to the WA regional hospital for monitoring. The CDC is expected to make an announcement this afternoon. pic.twitter.com/PfuExwDaWC— Max Howroute▫️ (@howroute) January 21, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊