মিল্টন মিয়াঁঃ আজ দিনহাটা বিধানসভার অধিনে আবুতারা বাজারে ভারতীয় জনতা পার্টির ২৭নং মন্ডলের নেতৃত্বে CAA এর সমর্থনে পথসভা ও জনসভা অনুষ্ঠিত হলো।
কেন্দ্রীয় সরকারের CAA বিরুদ্ধে বিরোধীরা যে কুৎসা ও অপপ্রচার করছে তাই বক্তাদের বক্তৃতায় উঠে আসে।
উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি গজেন চন্দ্র বর্মন, বিধান সভার সংযোজক সুধাংশু রায়, বিজেপির রাজ্য কমিটির সদস্য দীপ্তিমান সেনগুপ্ত, জেলা কমিটির সুদেব কর্মকার, প্রেমাংশু গোস্বামী, অজিত রায় ও মন্ডলের অন্যান্য কার্যকর্তা এবং অসংখ্য সাধারন কর্মীবৃন্দ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊