pic source:wikipedia
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির পর ফের রাজ্যে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির দাবি উঠল। ফেব্রুয়ারি মাসে বাস ভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামতে চলেছেন বাস মালিকরা। বর্তমানে সাধারণ বেসরকারি বাসে (নন–এসি) ন্যূনতম ভাড়া ৭ টাকা। এক ধাক্কায় তা ২ টাকা বাড়িয়ে ৯ টাকা করার দাবি উঠেছে। আর বাস মালিকদের এই দাবিকে নৈতিক সমর্থন জানিয়েছে লাক্সারি ট্যাক্সি সংগঠন। 

রাজ্যে শেষবার বাসের ভাড়া বেড়েছিল ২০১৮ সালের জুন মাসে। সেই বার প্রতিস্তরে বাসের ভাড়া ১ টাকা করে বৃদ্ধি করা হয়েছিল। যার ফলে এখন বাসে উঠলেই ভাড়া দিতে হচ্ছে ৭ টাকা। আর মিনিবাসের ক্ষেত্রে তা দাঁড়িয়েছে ৮ টাকা। এবার সাধারণ বাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া অন্তত ২ টাকা বাড়িয়ে ৯ টাকা করার দাবি জানিয়েছে রাজ্যের বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। এবার তাদের যুক্তি, শেষ বার বাসের ভাড়াবৃদ্ধির পরে তেলের দাম বিপুল বেড়ে গিয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে আনুসঙ্গিক খরচ। তাই বর্তমান ভাড়ায় বাস চালাতে গিয়ে মালিকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। যে কারণে ভাড়া বৃদ্ধি ছাড়া আর কোনও পথ নেই বলে বক্তব্য বাস মালিকদের সংগঠনের। 

ভাড়া বাড়ানোর দাবি তুলেছেন রাজ্যের লাক্সারী ট্যাক্সি মালিকরাও। তাঁদের দাবি বহু দিন ধরে লাক্সারি ট্যাক্সির ভাড়া বাড়েনি। অথচ জ্বালানি সহ সমস্ত খরচ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে চরম সমস্যার মধ্যে পড়েছে এই শিল্প। যে কারণে ন্যূনতম ভাড়া ১,৫০০ টাকা করার দাবি লাক্সারি ট্যাক্সির মালিকপক্ষের।