Latest News

6/recent/ticker-posts

Ad Code

বুক পেতে রাখা ভালো নয়

বুক পেতে রাখা ভালো নয়
রাজীব পাল

বুক পেতে রাখা ভালো নয়
মাছরাঙা এসে ছোঁ মেরে যাবে
গভীর থেকে তুলে নেবে ছটফটানো আগুন


তোমাদের গোপনে কি আছে বলো?
যেটুকু লুকিয়ে রাখো
সুতো ধরে টান মেরে
নিয়ে যাবে সব


বুক পেতে রাখা ভালো নয়
আঁচড়ে আঁচড়ে সব ভরে যাবে
তোমাকে দেখাবে ঠিক ডোরাকাটা বাঘের মতন


শোনো বুক পেতে রাখা ভালো নয়

ঝড় উঠলে জোড়ে পিঠ তবু বাঁচবে
বুকের কি হাল হবে ভেবেছো কখনো!



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code